সারা দেশজুড়ে যখন বাড়ে আবর্জনা ,
পঙ্কিল পথে যখন প্রতি পদক্ষেপে হোঁচট ,
তখন বারে বারে আপনাকে মনে পড়ে সুভাষ বোস ।
নেতাজী আর একবার করুন সেই আহ্বান ,
চাই চেতনার অভ্যুথান এই ভারতজুড়ে ,
আবার আজাদ হিন্দ ফৌজ পথে নামুক মাথা উঁচু করে ।
হ য ব র ল প্রশাসন যখন বিকোচ্ছে বিদেশের কাছে ,
মাতৃভূমির শরীরময় জড়াচ্ছে সোনার শিকল ।
স্বাধীনতা যেখানে প্রহসন অথবা কৌতুকী ,
তখন বারবার আপনাকে মনে পড়ে নেতাজী ।
যদি প্রাণ যায় যাক , বয়ে যাক রাজনীতির নোংরামো ,
শেষ হোক ভ্রষ্টাচার আর দুর্নীতি
পূর্ন হোক আমাদের এই মনস্কামনা ,
ফিরে এসে নেতাজী সুভাষ করুন সেই আহ্বান ,
চাই চেতনার অভ্যুথান এই দেশজুড়ে ।