কয়েক গোধূলি পার করে
ফিরবো আবার এক শতাব্দীর শেষ প্রহরে,
উঠবো জেগে নিশীথ অবসানে,
যবনিকার আড়ালে যত বর্বরতা শায়িত
সভ্যতার দেওয়ালে ওদেরও করবো কোণঠাসা,
ভুলেছে ওরা, সংবিধানে আজও ওদের ‘ অধিকার ‘ এর প্রসঙ্গ বর্জ্য, অপ্রকাশিত।
রাজনৈতিক সত্তায় অথবা তাত্ত্বিক আলোচনায়
মিছিল-মিটিং-স্লোগানে অথবা সভ্য সমাজতন্ত্রে
ওরা চিরকালীন ”কলঙ্কিত” গণ্য।
ওরা যে স্বজাতির নিথর দেহ দেখে চোখ নামিয়ে হাসে,
ওরাই যে লক্ষ ভিড়ের অর্ধেক মুখ,
আলোকিত শহরের রাজপথে ওদের উপস্থিতি নিঃশঙ্ক,
‘ভদ্র’ ‘সুস্থ’ ‘সম্মান’ – শব্দগুলো ওদের দৃষ্টি এড়ায়
অন্ধকার গলিতেই ওরা ‘উন্নতি’র রসদ খুঁজে বেড়ায়।
ফিরবো আবার আমি ছেঁড়া চিরকুট হাতে,
আধভাঙ্গা পথ, শাল-পিয়ালের আঁধার সরিয়ে
ছলোছলো চোখে, পরিচিত আঙ্গিনায় ফিরবো একদিন,
শত্রু ধ্বংসের খেলায় উঠবো মেতে,
মানাবো ‘অকাল হোলি’ রক্ত স্নানের প্রহর গুনে।