খেলনা হলেও, খেলনা নয়
একটি প্রতিবিম্ব ছায়াজলে সাঁতারে ওঠে
আবার গভীরে তলিয়ে যায়
মনকে আয়না দেখায়
শিশু চোখ,অভাবের জামা প্যন্ট পরে
পিড়ে টেনে বসে মুখোমুখ
চায় পাঁচ দশ পয়সা
কত কিছু কেনা যেত
এখন ওদিনগুলি কুয়োর জলে ঝাঁপদিয়েছে
ফিরফিরি হাতটি নেই
হারিয়ে গেছে বনবাসে
ভেতরের আয়নায় ভেসে ওঠে
ভাল না না লাগা প্রসিদ্ধ রঙ