ফাগুনেতে আম , বনে বনে হেরি,
ঝিরি ঝিরি ঝিরি,বায়ে।
ডালে ডালে ওই, বসিয়া কোকিল,
কুহু কুহু গান, গাহে।
শাখায় শাখায়, আমের মুকুল,
থোকায় থোকায়,ধরে।
মিস্টি মিস্টি, গন্ধেতে মন,
কেমন কেমন ,করে।
গুন গুন সুরে, ওই মধুকর,
উড়ে উড়ে বোলে ,বোলে।
ফুলে ফুলে তারা, মধুপান করে,
পড়ে সেথা ঢলে, ঢলে।
উড়ে উড়ে উড়ে, আসে সেথা ওই,
রঙে রঙে রঙে, কত।
আসে প্রজাপতি , নাচি নাচি বায়ে,
দলে দলে শত, শত।
কৃষ্ণচূড়ার গাছে গাছে ভরে,
আছে থোকা থোকা , ফুলে।
লালে লালে ওই, দূরের আকাশ ,
উঠিতেছে দুলে,দুলে।
ফগুয়াতে সবে , নানা রঙে রঙে,
শ্যামগুণ গানে,গানে।
দলে দলে তারা, খেলে হোলি মিলে,
আনন্দে প্রাণে ,প্রাণে।