ফাল্গুনী শুভেচ্ছা তোমায় দিলাম
পলাশ শিমুল দিয়ে,
কৃষ্ণচূড়া রাধাচূড়ায় সাজাতে পারি
ফুলের শোভা নিয়ে।
প্রেয়সী তুমি ওগো হাস্নুহানা
গন্ধে বিভোর হয়ে,
মাতো সৌরভে চারিপাশে ভরে
সুগন্ধ বাস বয়ে।
ডালিয়া রানি রামধনু রঙে
বাগান করে আলো,
গোড়ের মালা গাঁথা হবে
জুঁই রজনীগন্ধা ভালো।
উদাস দুপুর তপ্ত রোদ্দুর
তোমায় খুঁজে ফিরি,
শুষ্ক কণ্ঠ পিপাসা কাতর
গোলাপ বাসে ঘিরি।
আমার ভুবন তোমায় ঘিরে
চম্পা চামেলি বেলি,
গুঞ্জরণে গুন গুন সুরে
তোমার সাথে খেলি।
প্রজাপতি তিতলি নামে ডাকো
পরাগ সঞ্চার করি,
ফুলের মাঝেই খুঁজে পাবে
পাখায় পরাগ ধরি।