তোমার চোখে উতল হাওয়া ,
ফাগুন রাঙ্গা বসন্ত ,
পলাশ ,শিমূল ওই ফুটেছে ,
তবু কেনো মন কেনো অশান্ত ।
ফুটপাতে ভোর ত্রিপল ছাওয়া
ছোট্ট শিশু ফুলের দল ,
স্বপ্ন সকাল ,কোকিল ডাক
আবির রঙ্গে রাঙ্গাই চল ।
চল ছুটে যাই শিমূল বনে
সঙ্গী না হয় এরাই হোক ।
দু মুঠো ভাত জোগান দিয়ে,
কমাই তো কিছু দুর্ভোগ।
এরপর না হয় খেলবো দোল,
আবির রাঙা বসন্ত ,
অপুষ্টি আর ফ্যাকাসে মুখে,
খুশির রঙ কি মানায় বল !