অবাক কান্ড ! সাতসকালে
যেই না তাকাই নয়ন তুলে,
দমকা হাওয়ার টোকা খেয়ে
আকাশ যে তার জানলা খুলে।
মেঘবালিকা চপল মেয়ে
বেড়োয় যে সে সুড়সুড়িয়ে,
ঘুমটি ভাঙা ফুলো গালে
খেলে জুড়ে হাওয়ার তালে।
গগন জুড়ে দিচ্ছে হামা
সোনা মুখে সূর্যি মামা
আলোর ধামা নিয়ে হাতে
যাবে বুঝি তা ছ’ড়াতে
দারুণ রকম সকালখানা
ভরিয়ে দেয় পরাণ খানা,
খুশির পশরা দিলো খুলে
প্রকৃতির সাজ ফুলে ফুলে।
বসন্ত যে আবীর নিয়ে
ধরার বুকে দেয় ছ’ড়িয়ে
ফাগের খেলায় মাতে সবে
আহ্লাদেতে খুশির রবে।