এসেছে ফাগুন লেগেছে আগুন
বন বনানী তলে,
পলাশ শিমুলের আগুনে বাহার
দিকে দিকে জ্বলে।
কোকিলের রব কুহু কুহু সুর
কৃষ্ণচূড়ার ডালে,
মন ময়ূরী তুলে যে কলাপ
নাচে তাথৈ তালে।
খুশিতে মাতন ফাগ জোয়ারে
ফাগুনের ফাগ মনে,
আম্র মুকুল আমোদ জাগায়
লোলিত রাগ সনে।
ফাগুনের দিনে নানা ফুল বাগে
ভ্রমরের গুঞ্জন ভরা,
ফুল বাসরে মধুপের দল
ঝাঁক বেঁধে আসে ত্বরা।