ফাগুন রঙে রাঙলে ভুবন
মুগ্ধতা যে পরাণ ছায়,
কুহু তানে মধুর স্বরে
শাখে বসে কোকিল গায়।
আগুন রাঙ্গা রূপে সেজে
হাসছে পলাশ শিমুল ওই,
কৃষ্ণচূড়া খোঁপায় গুঁজে
বিনোদিনীর সকল সই।
বিতান রাজে ফুলের সাজে
অনুরাগে অলি ধায়,
গুনগুনিয়ে গান শুনিয়ে
প্রেমভরে মধু খায়।
সমীরণের আন্দোলনে
ফাগুন পরশ লাগল যেই,
সবুজিয়ার অরূপ বাহার
প্রেম যমুনায় হারায় খেই।
ফাগুন রঙে মন মজেছে
সুজন আমার রইলো কই,
প্রেমের তুফান বুকের মাঝে
এমন জ্বালা ক্যামনে সই?