ফাগুন এলো রঙ ছড়ালো
প্রেমের বাতাস লাগলো প্রাণে,
হৃদ মাঝারে ফাগের আলো
মন মজেছে কুসুম ঘ্রাণে।
পিউ কাঁহা পিউ কাঁহা বলে
ডাকছে পাখি করুণ সুরে,
বিরহিনী একাকিনী
বিষন্নতা বুকটা জুড়ে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া
ফাগুনের ওই রঙে ভরে,
অরূপ সাজে ধরায় রাজে,
পলাশ শিমুল পড়ছে ঝরে।
বাগ বাগিচায় অলিরা ধায়
পুষ্প গন্ধে আকুল হয়ে,
প্রণয় মধু আহরণে
পুলকিত খুশির জয়ে।
মৌটুসী মন হয় উচাটন
সুজন সখার পরশ পেতে,
আসলে ঘরে সোহাগ ভরে
মনফাগুনে উঠবো মেতে।