ফাগুন এলে বনে বনে মদিরা হাওয়ায়, মহুয়ার নেশা জাগে,
দ্রিমি দ্রিমি তালে মাদল বাজে,
মনে রঙের দোলা লাগে।
ফাগুন এলে আবীর রঙের উজ্জ্বলতায় প্রজাপতি মন আকাশে ডানা মেলে।
ফাগুন এলে কোকিলের কুহুতানে
বৃক্ষশাখে,কচি পাতায়, জলে-স্থলে, দক্ষিনা হাওয়ায় আনন্দের হিল্লোল ওঠে।
ফাগুন এলে ঋতুরাজ বসন্ত আসে,
শিমুল পলাশে আগুন রঙ লাগে,
প্রকৃতি সাজে নতুন বধু রূপে।
ফাগুন এলে কৃষ্ণচুড়া রাধাচুড়ার আকাশে প্রেম জমে,
ভালোবাসার কচি রোদ ঝলমল করে তোমার আমার চোখে মুখে।