।এক।
মাঝে মাঝে হারিয়ে যেতে চাই।
মাঝে মাঝে হারিয়ে যাবার ফিকির খুঁজি।
একহারা চাঁদের বুকে এক পা, অন্য পায়ে
গ্যাংরিন সাফল্য। গুটিগুটি দিব্যি হারিয়ে যাচ্ছি।
হারিয়ে যেতে যেতে অবিশ্বাসের রং-মিলন্তি খেলায়
ডাল-ভাতের ফাঁকফোকর খুঁজতে গিয়ে ফাঁদে পড়ে গেছি…
।দুই।
একান্নতলার হট্টগোলে মানুষপোড়া ইটকাঠ
আলোর আড়তে অ্যাকুয়ারিয়ামের হাঁসফাঁস
সুইম-স্যুটে মাছেরা দিব্যি পিঠ পেতে কানকো শুকোচ্ছে
মিনেরাল ওয়াটারে দাঁত মেজে কুকুরের বাচ্চারা
গুটিগুটি বেড়ে উঠছে বিদেশী ব্যাঙ্কের ফাইভ-স্টার লকাপে
এখান থেকে হারিয়ে যেতে চাই
হারিয়ে যাবার ফিকির খুঁজতে খুঁজতে আমি, আমি নিজে
ফাঁদে পড়ে গেছি, এদের পাতা নক্সাকাটা ফাঁদে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি,
এবার ধপাস হব, একান্নতলার লাবডুব থেকে একেবারে সেফটি-ট্যাঙ্কের মজ্জায়…