পৃথিবীর মানচিত্র, জটিল সংখ্যাতত্ত্ব
ক্ষুধার্ত শ্বাপদের ভীড়
কামার্ত শিৎকারে জেগে ওঠা রোমকূপ
ঘর্মাক্ত কুয়াশা শিশির।
তবুও মানুষ হাঁটে দেশ হতে দেশান্তরে
ভাগ করে খায় ধর্মান্ধতা !
বিবেকের দংশনে সভ্যতার আলো ফোটে ?
কোথায় বা দায়বদ্ধতা ?
আজ আর ডাকে না কেউ ভালোবেসে
প্রতিবেশী হৃদয়ে আঁটে খিল,
রুদ্ধ দুয়ার তবু মুছে যায় সীমানা
ভাঙ্গছে কাঁটাতারের পাঁচিল।
মানব শৃঙ্খল গড়ো, মোমবাতি মিছিলেও
এতটুকু কমেনি অপরাধ !
ঘামের গন্ধ ঝরে তবু চেটে নিতে হবে
আরক্ত ওষ্ঠের লবণাক্ত স্বাদ।
দেশ কাল সীমানার প্রতিদিন বেড়া ভাঙ্গে
অসহায় মানচিত্র কাঁদে-
মূর্খ মানুষ কেন নিজেকে শত্রু ভেবে
মরণকে বেঁধে রাখে ফাঁদে?