জামাদের শহর
পার হই
শুধু পারাপার
রং সুতোর গ্রাম
অপূর্ব কাঁচাতার এক
আমার সমস্ত কিছু
আমাদের সব না বলা
সাদা কাল দুঃখ
কিংবা
রঙ্গিন জামাদের বাগানে
হেটে বেড়ায়
যার মাথা নেই
বোধ নেই
মেরুদণ্ড নেই
তার উপকথা
জামা আমাদের রূপকার
আকাশ আনলায়
বাতাস অক্ষরে অনুবাদ
থেকে যায়
জামার গোপন আত্মায়
অগভীর চোখগুলি
তার চেনা গন্ধ
প্রসিদ্ধ অবেলা
বোঝে না কেউ
বোঝানো যায় না
একটি জামা মানুষের
ময়দান কথা
তার নিঃশেষ উপন্যাস
জামার হাত ধরে উঠে যায়
চাঁদ সূর্য
রাত মানে
আমার নিবিড় অরণ্যকখা
বন অরণ্য শিকড়ে বাধা পড়ে
কথাদের ফসল মাঠ
হাওয়ায় আঁকা থাকে
যন্ত্রনার কাব্যগ্রন্থ
ছুটে যায় এক আকাশ থেকে
অন্য আকাশ
ঘামের দেওয়ালে দেহের পটচিত্র
থাকে কান্নার ব্যঙ্কএ্যাকাউণ্ড
সমাধির বিকেল পথ
আমাদের অভাবের ফসল মাঠে মাঠে ভরে থাকে
ফুরিয়ে যাওয়া লাশকথা
দু পায়ে কান্নাভেজা নূপুর
সব কিছু লেখা থাকে
ফটোফ্রেমে