মধ্যাহ্ন গড়িয়ে যখন বিকেল হবো হবো
তখন তুমি এলে
জোনাকির মতো ঝিকমিক করা কিছু
কৃত্রিম আলোয় সাজিয়ে তুললে
আমার বিকেলটা…
খুশির স্রোতে ভাসতে লাগলাম।
একটু একটু করে ঐ কৃত্রিম
আলোর মায়ায় হারিয়ে যেতে লাগলাম।
জানি একটু পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে
ঐ আলো ঠিক কতক্ষণ জ্বলবে আমার জানা নেই
হয়তো আর জ্বলবে না,
তুমি হয়তো সব ফিরিয়ে নিয়ে চলে যাবে
তিমির থেকে তিমিরতর হবে আমার সন্ধ্যা,
আমার রাত।
হয়তো আর ভোর হবে না
হয়তো কখনো দেখবো না দিনের ঝলমলে আকাশ ।
ঠিক মনে পড়ে না কবে দেখেছিলাম আকাশটাকে
ঝলমল করতে….
যতবারই তাকিয়েছি আকাশের দিকে
ততবারই দেখেছি গোমরা মুখ
তাই পড়ন্ত বিকেলে তোমার সাজানো ঐ কৃত্রিম
আলোর মালা আমাকে আকৃষ্ট করেছে।