ভাবনার শেকড় শ্রমে কবিতার আগমনী ছায়া
ছায়াকে ছোঁয়ার নেশা প্লেটোর পরিধি ফুঁড়ে
আমার শস্য সুখ তছনছ করে
সংসারী সন্ন্যাসের সুতো ধরে আছে পূর্বাশ্রম পীঠ
উৎসবের উৎস সংঘ ভেঙে
নিজেই হয়েছি মনে দ্বীপ নাগরিক
অক্ষর এঁকেছি কিছু সময়ের স্রোতের ভাষায়
পরীক্ষার ফলের পাতায় একই সনদ দৃশ্যে
ব্যতিক্রমী বাসি হয়ে যাই
আদমের জ্ঞানের বাগান কিংবা
ন্যাড়ার বেলতলার বাগধারা জেনেও
কুহকিনী কবিতার ছলনার টানে
তবুও বারবার নতুন আনন্দের খোঁজে
অপূর্ণ সৃষ্টির আজানু দৃষ্টি হতে চাই