কিংখাবে ঢাকা আমার রাজ-প্রাণ প্রেয়সী হতে চায় কখনো-সখনো,
আমি দীনতার রাজত্ব তছনছ করে সুখের বাতি জ্বালাই,
আবিল সংসার বিপদের আকর্ষণে জীবন ভিক্ষা করে এ মূহুর্তে,
রাজা এসেছেন কুঠার নিয়ে-পরশুরামের আত্মীয় হয়ে
জবরদখল নেবে বিকৃত মালিকানা,
ফিরিয়ে নিতে লুন্ঠিত ভালবাসা, প্রসন্ন সৌরভ বাঁচার মূল্যবান ইন্ধন।
এ মৃত রাজ্যে গোঁজামিল দিয়ে
টিকে থাকতে রাজা উদাসীন…..
শিরদাঁড়া বেঁকিয়ে নাটকের কুশীলব ধুনুচি হাতে নেচেছে, প্রলাপ বকেছে অবিরত,
এখন অমৃতকুম্ভ থেকে একটু অমৃতস্বাদ তাদের দিতে
দৈন্যের কাছে রাজদন্ড বেচে দেব কোন দু্ঃসাহসে! আমি তো নই তেমন কাঙাল।