ঝিকিমিকী রোদে, কৃষ্ণচূড়া দোলে,
বহুদিনের পুরানো কথা কি যেন মন বলে ।
বুকের মাঝে বাজে,সুখ দুঃখ দুই বিষম ভারে।
সুখ না দুঃখ কোনটা ভারি মনটা ভেবে হারে।
যেথায় সূর্য সোনার রংএ ,ভরে যেত আকাশ,
সেথায় সজনে ফুলের গন্ধে ভরা সিটপুকুরের বাতাস।
তোমায় আমি সবার মাঝে পেয়েছিলাম সেথায়,
কি আনন্দ তা জানিনে যেমনটি হয় কবির কাব্য গাঁথায়।
তুমি যখন আসতে আপন গেহে,ঞমধুর,পবন খানি বহে
,সমুদ্র কি তেমনি তুফান তোলে? যেমনি হতো আমার কোমল দেহে!
ঝাঁকে ঝাঁকে জোনাক দীপঘুঁচিয়ে দিত আঁধার ।
আলোর মালায় সাজিয়ে দিত গাছ।
মিষ্টি তোমার প্রিয়ার হাসি,
সঙ্গে যে তার ঝলকানো এক সাজ।
ভূমে ও তারা,নভে ও তারা,
তুলনা মেলা ভার ।