“প্রেম “—-দুই অক্ষরের ছোটো শব্দ
কখন ধরা দেয় , কখন অধরাই থেকে যায়।
কখন তার বৈরাগ্য রূপ , কখন সে প্রানচ্ছল যৌবনবতী ।
কখন চন্দনী গন্ধে জড়ানো আবেশ , কখন অশ্রুসিক্ত নক্সিকাঁথা ,
কখন ব্যারিকেডের ওপারে ছাত্র মিছিলে
কখন প্রেমিকার চোখের কোণে ।
কখন যমুনা সাক্ষী , কখন দিল্লী চলো হুঙ্কারে ।
কখন রাধারাণীর আঁচলের সুখ
কখন লাল আবিরের থালা ,
কখন রাজপথে শ্লোগানে শ্লোগানে , কখন ধানসিঁড়িটির ডালা ।
“প্রেম”—
তোমায় দেখেছি আমার মায়ের ছলকানো চোখের জলে —-
তোমায় দেখাছি — দ্রৌপদীর হাহাকারে —
অভিমন্যু বধে।
তোমাকে দেখেছি ধৃতরাষ্ট্রের অন্ধ হওয়া চোখে
গান্ধারীর মমতাময়ী আঁচলে।
তোমাকে দেখেছি — ব্রিগেডের শ্লোগানে– ছাত্র জনতার ভীরে
তোমার অপরূপ মূর্তি দেখেছি নদীর কূলে কূলে
তোমায় দেখেছি — ভাতৃ-প্রেমে , বন্ধুত্বের বন্ধনে
তোমায় দেখেছি মায়ের আঁচলে — শীতল নীবির কোলে …