এই, শোন ! কোথায় চলেছো একা একা !
সামনে ধুসর আঁধার, নাই কোন পদচিহ্ন আঁকা।
হাত ধরো, শোন- আমাকে সাথী করে নাও!
সামনে অজানা পথ, যদি পথ খুঁজে না পাও!
একটু পরেই ভোর হবে! সকালের সোনা রোদ
গায়ে মেখে হেঁটে যাবো, ভেঙ্গে যাবে অবরোধ!
সব বাধা তুচ্ছ করে চলবো আমরা পাশাপাশি
জীবনে থাকবে শুধু আমাদের ভালবাসা বাসি।
একদিন আমি যদি না-ও থাকি জীবনে তোমার
জানবে আমার মন, আমার যা কিছু সাধ আর
যা কিছু স্বপ্ন ছিলো, সবই দিয়ে গেছি তোমাকে
শুধু একটা মন বাসনা রবে, মনে রেখো আমাকে!
জীবনে চলতে গিয়ে যদি কখনো থমকে দাঁড়াতে হয়,
পথের নিশানা যদি আঁধারে নিশ্চিহ্ন হয়, করো না ভয়!
হে প্রিয়, তোমার পথের ঠিকানা খুঁজে পাবে, দেখবে
আমার ভালবাসা আলো হয়ে ঠিক পথ খুঁজে দেবে।।