ঘুম থেকে ওঠা বাসি মুখের কবিতা পড়ার মতো
প্রেম নিয়ে আলোচনা হয় বন্ধুদের সাথে ফোনের বৈঠকে।
তাতে,
নিত্য নতুন ভাষা আসে, নিত্য নতুন প্রেমিকার চোখ আসে
আসে বক্তব্য ‘থাকতে গেলে রাখতে হয়, জানার মতো ধরে’।
কেউ বা এখনো চিঠিতে ভাবে, অপেক্ষাটা হোক –
ভালোবাসায় নিজেকে মেরে।
এক চোখে আটকিয়ে আছে যে প্রেমিক বন্ধু
সে বলে ইতিহাসের থেকে শক্ত বুঝলি অঙ্কটা মেলালে।
তবে প্রেম নিয়ে শুনতে পাইনা যে বন্ধুর কথা;
নতুন প্রেমের কিছুতে সে একটু হেসে বলে
এটা এখন থাক! আগে মন মিলুক
তবে, আমি লিখে রাখতে পারিনা ‘প্রেম’
শুধু প্রেম নিয়ে চর্চা করায় দেখেতে পাই সবাই এখনো
নিজের থেকেও প্রেমের কাছে একা।