কুড়িয়ে পেয়েছি আধফালি চাঁদ
নয়ানজুলিতে রিমঝিম রিম রাতে ,
প্রেম জাগানিয়া , হৃদিতে রেখেছি
জ্বেলে দেবো তোর প্রথম দৃষ্টিপাতে ।
ফিরে পেতে চাই প্রথম সে মুখ
শরৎ বর্ণে আদি -ফোটা জুঁই ফুল ,
ঝর্ণা-কুমারী পাহাড়িয়া-পুরে
সবুজাভ ছিলো , তখনও করেনি ভুল !
চন্দন সুখে শিউলির বনে
মালিনীর ভোরে শবনম সুরে গান ,
মনের বিমানে ঠাসাঠাসি ভিড়
তখনও হয়নি , ভেসেছিল সাম্পান !
চাইলেই আজও ফিরে পেতে পারি
গুটির জঠরে প্রজাপতি ঝলমল ,
বীজের দু’হাত ধরে আছে ছায়া
কুঁড়ির ভিতরে জেগে আছে শতদল !