ঢিব ঢিব করে যারে দেখে বক্ষ মাঝে,
টুপ টুপ ঝর ঝর চোখ ভরে জলে;
রাশি রাশি কথা কলি বলে মিঠে ছলে,
তার নাম প্রেম বুঝি সুধা হৃদে সাজে।
ভয় লাজ দ্বিধা ভাব জমে হৃদ ঘরে,
দেখে দেখে ঘেষে ঘেষে কাঁদা হাসা চলে;
আড়ে আড়ে বাঁকা চোখে হেসে পড়ে ঢলে,
রসে বসে হেলে দুলে যায় কাছে সরে।
সুরে সুরে মধু রসে প্রেমে ভরে ধরা,
প্রীতি- গীতি রীতি-নীতি থাকে সদা প্রাণে,
মায়া- মোহে দ্বিধা- দ্বন্দ্ব দূরে যায় ত্বরা;
প্রেম কথা লিখে কবি ফুলে ফুলে ঘ্রাণে।