তোমার সাথে আমার পরিচয়
জানিনা কোন জন্মান্তর থেকে,
অ আ ক খ বর্ণাশ্রম শেখায়,
প্রকৃতির এই পাঠশালাতে অনেক শেখার থাকে।
যেদিন প্রথম হাত-খড়ি হলো,
সেদিন থেকেই তোমার প্রেমে আমি
নতুন বইয়ের গন্ধ শুঁকি আজও
বুকে জড়াই আদর দিয়ে চুমি।
যেদিন প্রথম লিখতে শুরু করি
কী আশ্চর্য! আঁকি বুকি কতো,
খাতার পরে বইয়ের ছড়া যতো
সুকুমার রায়, রবীন্দ্রনাথ, মান কুমারীর মতো।
ফোন আনলো অনেক কিছু লেখার প্রেরণা,
বাপরে কে যে আনন্দে মন নাচায়,
সম্পাদকরা কেউ করে না মানা,
কাগজ কলম ছাড়াই এখন ই- বই লেখা যায়।
কারা যেন সব লেখে গুগুলে,
যা চাও তুমি সে বই খানি নেট এই পেয়ে যাবে-
সত্যি বইয়ের আনন্দ কি মেটে
দুধের বদলে ঘোল খেয়ে সাধ নেট এ।
বিদ্যাবতী মা গো পায়ে পড়ি-
বইকে আমার চিরসঙ্গিনী করো,
বইকে প্রিয়ার মতই বুকে ধরি
নতুন বইয়ের প্রেমে মাতাল করো।।