অত্যাশ্চার্য শিল্পকলায়
তাজমহলের সৃষ্টি,
বিশ্ব মাঝে সপ্তম স্থানে
অমর রাখে কৃষ্টি।
শ্বেত পাথরের সৌধমালা
রয় যমুনার তীরে,
আলোক দ্যুতি ছড়ায় যে তার
নীল যমুনার নীরে।
অরূপ তাহার রূপের বাহার
বিশ্ব হৃদয় হরে,
নীল যমুনার তটে আসে
দেখতে দু’ চোখ ভরে।
শাজাহান আর মমতাজের
অমর প্রেমকে ঘিরে,
ভুবন জুড়ে পর্যটক সব
আসে ফিরে ফিরে।
তাজমহলের মার্বেলেতে
জোছনা তখন লুটে,
প্রেমের সৌধ তাজমহলে
দেখতে মনটা ছুটে।