প্রেম ছিল না, আমার জন্য কিশোর বেলা –
ছিল যত রকম অবহেলা,
ততই আমি ঋদ্ধ হতাম,
মনের মতো সাজিয়ে নিতাম –
শুধু আমার নিজের করে প্রেমের খেলা ।
গাছকে আমি প্রেমিকা ভেবে –
নিবিড় ভাবে জড়িয়ে ধরে,
তাকে আমি আদর করে মাথায় চড়ে
নাস্তানাবুদ করে দিতাম।
আমার জন্য প্রেম ছিল না কিশোর বেলা
তবুও আমার গাছ তো ছিল।
এখন আমি প্রেম জোয়ারে
একলা ভাসি অভয়-হরা
গাছটা এখন জীর্ণ-জরা
আমি কি তার ভুলেও কোন খবর রাখি?
আসলে সত্যি কি প্রেম, নাকি ছিল সবটা ফাঁকি?