কথার মিছিলে হারিয়ে ফেলেছি মনের সুপ্ত ভাষা—
উদাসী মন,বড়োই উচাটন,এ কেমন ভালোবাসা!
কিছু কথা হয়েছিল,কিছু কি ছিল বাকি?
অনুরাগের আড়ালে আবেগ দিয়েছিল ফাঁকি।
চাতকপ্রিয়ার চাহনিতে প্রেমই উপাস্য
অনুরণিত হোক শুধু প্রেমের ধারাভাষ্য।।
কথার মিছিলে হারিয়ে ফেলেছি মনের সুপ্ত ভাষা—
উদাসী মন,বড়োই উচাটন,এ কেমন ভালোবাসা!
কিছু কথা হয়েছিল,কিছু কি ছিল বাকি?
অনুরাগের আড়ালে আবেগ দিয়েছিল ফাঁকি।
চাতকপ্রিয়ার চাহনিতে প্রেমই উপাস্য
অনুরণিত হোক শুধু প্রেমের ধারাভাষ্য।।