ভালোবাসার দায় হলো কথা দিয়ে কথা রাখা-
কেউ প্রাণ দিয়ে মিটিয়ে দেয় সে দায়,
কথা না রেখেই কেউ তো দূরেতে পালায়
তবুও তো প্রেম কাছে ডেকে বলে আয়।
বন্ধনহীন প্রেম সে শুধু আবেগময়।
ভালোবাসা বাসি কতো কিছুতেই হয়-
কখনো কাউকে দেখি এমনিই ভালো লেগে যায়
প্রিয়াকে দেখতে ঠিক পরীর মতোই হয়-
বাতাসে সুগন্ধি ভাসে আকাশ তখন মধুর জ্যোৎস্নাময়।
ভালো লাগা কাছে আসা মান অভিমান হওয়া
ভালো লাগা থেকে কতো ভালোবাসা হয় ।
প্রিয়ার চোখের চাহনি যেন স্বপ্ন আবেগময় –
প্রেমিকের চোখে প্রিয়া মায়া কাজল পরায়,
গড়েরমাঠ বা সরোবরে অথবা ভিক্টোরিয়ায়-
প্রিন্সেপঘাট ইডেনে কিংবা অজানা গাছের তলায়,
আবেগপ্রবণ দেহ মন একাকার হয়ে মিশে যায়।
সবাই কি পারে মেটাতে প্রেমের কঠিন দায়িত্ব দায়-
ভয়ানক চাপে কেউবা মাথা নোয়ায়,
কেউ হেরে গিয়ে কোথাও তলিয়ে যায় –
যারা জিতে যায় শাহেনশা হয়ে বাদশাহী সামলায়।
ভালো লাগে বলা সহজ হলেও
ভালোবাসি বলা মোটেও সহজ নয়,
তবুও তো লোকে প্রেমেতে পাগল হয়
প্রেমের এই খেলা নিত্য নতুন দোলা
সারাবেলা কেটে যায়, বিনা প্রেমে জীবন বাঁচানো দায়।।