আমি যদি বলি করছো তুমি এখন কি?
তুমি বল শুধু একজনের কথাই ভাবছি।
তার প্রেমেই যে সারাদিন হাবুডুবু খাচ্ছি।
লজ্জা শরম একেবারে হারিয়েছো নাকি?
তবে কি প্রেম খোলামকুচি মনে হয়
তাই হেসে হেসে খুশি হও প্রেমের কথায়?
তোমার অন্তর্যামী কি বলে দেখ তো দেখি
তোমায় সে ভালবাসে,অনুভবে টের পাও কি?
গল্প গাথায় এঁকে দুঃখ সুখের আলপনা
জানাও কি তাকে এইভাবেই তোমার যন্ত্রণা?
মনের কথা যদি আবেগী ভাষায় হয় সংলাপ
তবে কি এ’ ভাবেই হয় দুজনের প্রেমালাপ?
তুমি কি তার প্রতি কখনোও হও এতটুকু বিরক্ত?
বোঝে কি সে তার প্রতি কতখানি তুমি অনুরক্ত?
না বুঝেই বলে কি সে ভুলভাল কথা যত
তাই কি বাড়ায় অজান্তে নিজের মনের ক্ষত।
যদি চাও জানতে কি হয় মানে এই বি–রক্ত?
বলে সে সহজেই বি(Bee)-মৌ- মিষ্ট অর্থাৎ মিষ্টি রক্ত।
এই জন্যই বুঝি তুমি তার এত হও ভক্ত
গল্পের সাথী একমাত্র তুমিই তার উপযুক্ত।
ধীরে ধীরে দৃঢ় হোক দু’জনার বন্ধুত্ব।
দুজনের সখ্যতায় প্রগাঢ় হয়ে উঠুক মিষ্টত্ব।