নিরক্ষর বলেই কাজ সারলে তুমি
সাক্ষর ভেবে অহংকারটা করো
প্রেমিক হৃদয় এখন বধ্যভূমি
শিক্ষা আলোয় আপন হৃদয় ভরো ।
শুনিয়েছিলে কথাদের কলতান
মগ্নদিনে যাপন চিন্তা সুখ
চিত্রনাট্যে জীবনমুখী গান
বৃথাই তুমি রয়েছো উন্মুখ ।
উন্মুখ আমি অতৃপ্ততা আঁকি
বারবার খুজি ফেলে আসা আলাপন
ফিরবে বলেই হারিয়ে গেছো নাকি
বিলীনতায় স্বাক্ষরিত মন ।
মন যখন একান্ত অসহায়
হসন্তিকায় সেঁকছি সুখের স্মৃতি
তুমি তখন প্রেমিকা অপেক্ষায়
বিলিয়ে দিচ্ছো আনন্দ প্রেম প্রীতি ।
প্রীতির মুখোশে অনাদর মুখ ঢাকে
দ্রাঘিমা জুড়ে মনখারাপি নদী……
প্রেম বুঝি হয় হঠাৎ দুর্বিপাকে
আড়ম্বরটা বৈধ হত যদি !
যদির কথায় বৃষ্টি আসে ঝেঁপে
হুড়মুড়িয়ে আবেগের ছড়াছড়ি
শাওন দিনে উষ্ণতাটুকু মেপে
আলিঙ্গনে ভালোবাসাটুকু ধরি ।