রাখি বন্ধন পবিত্র উৎসব
ঝুলন পূর্ণিমা তিথি,
ভাইবোনের প্রীতির বন্ধন
পারস্পরিক সম্প্রীতি।
রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে
ভাইয়ের কুশল কামনায়,
আবেগী হৃদয়ে বোনেরা সবাই
খুশিতে দিন কাটায়।
পবিত্র এই সম্প্রীতির উৎসব
রবীন্দ্রনাথ করেন প্রচল,
বঙ্গভঙ্গের বিরুদ্ধে জানিয়ে প্রতিবাদ
রাজপথ করেছিলেন দখল।
হিন্দু জৈন বৌদ্ধ নির্বিশেষে হয়
রাখি উৎসব পালন,
হৃদয়ে জাগে ভালোবাসা আবেগ
আনন্দে দিন যাপন।