আকাশের ঐ চাঁদ টা আজ
আমাকে দেখে ব্যাঙ্গের ছলে হাসছে
আর বলছে, ‘বেশ হয়েছে,
এতদিন আমি তোর সবচেয়ে প্রিয় বন্ধু ছিলাম
আর তুই আমাকে ভুলে ছিলিস্,
যা হয়েছে ভালো হয়েছে।’
হ্যাঁ চাঁদ তুমি ঠিকই বলেছ, সেই ছোটবেলা থেকে
তুমি আমার বন্ধু,কত কথা হতো তোমার সঙ্গে,কত মনের কষ্টগুলো তোমাকে বলে মনকে হালকা করেছি।
তোমার সঙ্গে কথা বলে কখন যে সব মন খারাপ
চলে গিয়ে হাসিতে পরিণত হয়েছে,
আর আমি সেই তোমাকে ভুলে ছিলাম,
কতদিন তোমার সঙ্গে কোনো কথা হয়নি
জানি! খুব অভিমান হয়েছে তোমার।
তাই আজ আমার কষ্ট দেখে হাসছো,
জানি জানি, তুমিই আমার একমাত্র বন্ধু,
যে কখনো আমাকে কষ্ট দেয়নি ,বা আর দেবেও না কখনো
তাই তো তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু।
কথা দিচ্ছি, কাউকে কোনোদিন বন্ধু করবো না
আমার বন্ধু তুমি শুধু তুমি ও চাঁদ।