গরজে বরষে,ঝরে বারিধারা
আমি আঁখি মেলে থাকি,
আশমানী ওই আঁচলটি ভুঁয়ে
আসে,আমি ছবি আঁকি…
নিটোল তোমার ওষ্ঠযুগল
মনে জ্বলে ধিকিধিকি,
চারিদিকে যেন উঠেছে তুফান
বারুদ পোড়ে একাকী…
সপ্তসুরের তানপুরা আমি
আজও দূর হতে শুনি
কন্ঠে তোমার চঞ্চলা নদী
বাঁচে,হয় প্রবাহিনী…
দুরন্ত ঢেউয়ে অর্পিয়া আজি
হয়েছি যে খড়কুটো,
শতক্রোশ দূরে তোমার সিঁদুরে
সোহাগ যে মুঠো মুঠো…
ভাসে আকাশেতে,ভাসে বাতাসেতে
নতজানু আজি হিয়া.
কলিজারে ছিঁড়ে এই প্রবাসীরে
ছারখার করে দিয়া
করেছ বাউল,মরমিয়া সুর
বেদনায় ওঠে ভেসে,
ভাসিয়ে দিলেম পৌরুষ মোর
তোমার অচিন দেশে…..