প্রিয়তমা, আমাকে কোন গোলাপ দিওনা
আমি সইতে পারবো না,,,,
তার চেয়ে বেশ কিছু কাঁটা দাও
হাসিমুখে নিতে পারব।
প্রিয়তমা, আমার জন্য তোমার সকালটা নষ্ট কোরোনা
সুন্দর সকালের আলোও আমাকে দিও না,,,
তার চেয়ে ধুলোমাখা ধূসর আলো আমাকে দাও
আমি হাসিমুখে নিয়ে নেব।
প্রিয়তমা, আমার জন্য রজনীগন্ধার ফুল এনো না
সুগন্ধি শয্যায় আমার অপেক্ষা করোনা,,,,
তার চেয়ে মাটিতে বিছিয়ে দিও খড়কুটো
আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো।
প্রিয়তমা, আমার জন্য কোরোনা বিনিদ্র রজনী যাপন
রক্তরাঙা অক্ষিগোলোকে আমাকে দেখোনা,,,
তার থেকে ঘুমিয়ে পরো তুমি রাতে
আমার অপেক্ষা কোরোনা।
প্রিয়তমা, আমার যে এখন অনেক কাজ
চারিদিকে যে চলছে অন্যায়ের চিৎকার,,,,
করতে হবে সমাধান সব অন্যায় অত্যাচার
মিথ্যা আপোষ আর মিথ্যা ছলনার।
প্রিয়তমা, সমাধান যদি না করতে পারি
তাহলে পাবে তুমি আমায়,,,,
কোন লাশকাটা ঘরে খুঁজে নিয়ে
আমার মৃতদেহের প’রে
দিও আমায় তখন কাঁটার মালা পড়িয়ে ।।