তোমার কাছে আমি শুধু প্রয়োজন হয়ে রয়ে গেলাম,
প্রিয়জন আর হতে পারলাম না।
এটাই বোধহয় আমার ভবিতব্য।
মাঝনদীতে যখন ডুবন্ত কেউ একটুকরো খড়কুটোকে
আঁকড়ে ধরে তীরে আসতে চায় – বাঁচার জন্য,
আমার ও ঠিক সেই রকম অবস্থা।
তবে আজ বুঝেছি খড়কুটো ধরে তীরে আসা যায় না
বরং ডুবতে হয়!
জানো! প্রথম প্রথম মনে হত, খুব রাগ করি তোমার ওপর,
তবে এখন আর মনে হয় না।
কারণ তুমি সেই অধিকারটাই হারিয়ে ফেলেছ,
এখন আর তোমার ওপর রাগ না দয়া হয়।
যেমন দয়া নারীরা বরাবর পুরুষদেরকে করে আসছে
ঠিক সেই রকম।
কারণ কি জানো তো! তোমরা কখনই
নারীর অন্তরের দরজা পর্যন্ত পৌছতেই পারলে না,
বাহ্যিক কাঠামোতেই সুখ তোমাদের।