একবার মন যেতে চায় –
সর্বাঙ্গ সুন্দর যেথায় ,
সাজানো মধুর স্মৃতি থরে থরে…….।
তারে একবার ফিরে পেতে চাই ,
কোথা গেলে পাই – যেথা সুখস্মৃতি মন ভরে ।
পাই যেন সুখের তরজা –
বাহু মেলে খুলো দরজা ,
বিষাদহীন ,হাসি দিও –
শুধু একবার বন্ধু বলে ডেকে নিও ,
এ নীড় বড় গম্ভীর,শূন্যতা অন্তরে।
কি দিয়েছ তারে ?
শুধু অনাদর ,ব্যথায় বুক ভরে ,
অভিমানী মন আর দেখে না স্বপন ,
কুলায় না ফিরে হারিয়েছি কখন –
আপন সুখে তোমরা মগন ,আমি ব্যথাতুরা অভ্যন্তরে।
আজ তারে কোথা পাবে ?
মহাসিন্ধুর পার কেমনে যাবে ?
সেথায় যত হাসি ,রাশি রাশি –
মুক্ত হস্তে করে দান, শুধু ভালো বাসাবাসি ,
আজি পাগলের প্রায় কাঁদিছ প্রাণ দিবানিশি ।
হেলায় হারায়েছ দেবতার দান ,
শত পঙ্কিলতার করেছ জয়গান ,
বসন্ত ফিরিবে না ,বিহঙ্গ উড়িবে না –
প্রেমহীন ধরণী,পামরের বিজয় কেতন সর্বাঙ্গীন,
ক্ষমাহীন ইতিহাস ,পাতায়-পাতায় শব্দ সাজায় নিশিদিন।