Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রায়শ্চিত্ত || Prabir Chowdhury

প্রায়শ্চিত্ত || Prabir Chowdhury

ঘুনধরা খিলান ,ভাঙ্গা নাটমঞ্চ ,শূন্য ঠাকুরদালান
আজ ধ্বংস দেউড়ির ইতিবৃত্তে নড়বড়ে সংসার।
তিন মহলার দোদন্ড প্রতাপ আর আর্তচিৎ্কারে –
ভরানো আছে নোনাধরা দেওয়ালে,সাক্ষী ইতিহাসের পাতা।
ঝুলের ঘেরাটোপে টাঙ্গানো অনুতপ্ত মুখ –
অনুশোচনার দগ্ধতায় অন্তরে করুন মর্মগাঁথা।
সেদিনের গঙ্গার বুকে কত শবযাত্রার মিছিল – আজও দম্ভ আর শোষনের কাহিনী শোনায় ছেঁড়া তমসুকে।
গুমঘরে রাত্রীনিশীথে কত অসহায় দ্রৌপদীর বস্ত্রহরণ –
পনেরো থেকে পঁয়তাল্লিশ নিস্তারহীন কান্নায় ভরা।
রক্তাক্ত রাজপথ, বোবা প্রতিবাদের মিছিল ,ধরনা,
কৃষ্ণশূন্য মহাভারত আনে যা এখনও ভবিতব্য।
হাসিশূন্য,অশ্রুসজল বাধ্যতায় মেনকারা আবরণশূন্য দেহে – ভরেছে অনীহার বীর্য ।
গুমখুন ঢেকেছে লজ্জার সত্য,অর্থের পদভারে ঘুমিয়েছে অনুশাসন।
আজ চাঁদ কলঙ্ক মেখে,মেখে অভিশাপ হয়ে ফিরে আসে আত্মজায়।
কালো অতীত লেপটে আছে রক্তমাখা সিংদুয়ারে ,
ক্ষমাহীন কর্মফল বুকে আজ দাঁড়িয়ে অবশিষ্ট হতভাগ্য উত্তরাধিকার।
ভালোবাসাগুলো দুহাতে কুড়ায় ঝড়ে যাওয়া
চাঁদোয়ার ভগ্নাংশ,
ভাঙা পালংকের নিচে সান্ত্বনা খোঁজে মুছে যাওয়া সিঁদুরের হাহাকার ,
গুমঘরে সতীর মুখের অসতীর অট্টহাসিতে ভীত-সন্ত্রস্ত যুবতী।
বাঈমহলে লোভের ঘুঙুর খুশীর ফোয়ারা ছোটায় অশরীরী-
আজও প্রতিহিংসার প্রতিদ্বন্দ্বিতায় অশৌচ হানা দেয় রাজপ্রাসাদে ।
এ যুগের অভিশপ্ত বংশধর নিরুপায় -রক্তঋণ শোধ করে।
রৌদ্রচিতায় দহীত পরাজিত সময় ,শতাব্দীর অবসানেও জীবনের রং ফিকে ,ফিকে ,
নিশিরাতে অতৃপ্ত আত্মারা আজও বিক্ষুব্ধ মিছিলে প্রতিবাদ তোলে।
জেগে ওঠে যত গোপন জিঘাংসা ছাইচাপা আগুনে –
প্রতিশোধ স্পৃহায় কফিনে ঢাকা আত্মার আত্মজে।
আজও ক্রোধানলে ছিনিয়ে নিতে চায় নিপীড়িত মহাকলরবে অধিকারের আন্দোলন ।
শতাব্দী অতীতের গলিত দেহাবশেষ বয়ে বয়ে দিনান্তে ক্লান্ত ,যন্ত্রণাকাতর –
অবসান হোক জীবনের রঙ্গমঞ্চে অভিশপ্ত পদাবলী
ধুয়ে যাক পঙ্কিলতার কষ্টিপাথর,
অবসান হোক জীর্ণ ধরায় ফেলা আসা পূর্বপুরুষের পাপস্খালন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *