অস্থির মন,বিস্তীর্ণ কাল,দুয়ারে তোমার আমি—
কোন্ বিচারে এ ভেদাভেদ কও জগতের স্বামী?
তোমার পরশে,নবীন হরষে,হিল্লোলিত মন
যেদিকে না চাও,অভাবের ঘরে,কান্না অণুক্ষণ।
নবজাতকেরা প্রানসুধা পায় তোমার আশীর্বাদে,
প্রার্থনা করি,একটি শিশুও না মাতৃক্রোড় বিনা কাঁদে।
কোথাও দেখি অথৈ ধন উপচে পড়ে যায়—
চাই না দেখতে কাঙালীর ছেলে ভাতের শুধু ফ্যান চেয়ে খায়।
মনের মধ্যে যদি একই মানুষের আজীবন রয় বাস—
তবু কেন ভালোবাসা মরে,হয় জীবন সর্বনাশ!
প্রেম পারিজাত যদি বা ফুটল তোমার অভীপ্সায়
অকালে যেন না ঝরে পড়ে কোনো অবহেলায়।
প্রার্থনা করি মুছে যাক নারী পুরুষের ভেদ,
উচ্চ নীচের মিছে আস্ফালন,মনের যত খেদ।
ধ্বংস হোক জাতিভেদ প্রথা,কন্যা ভ্রূণ হত্যা
মানবধর্ম হোক স্থাপন,বাকি সব মিথ্যা।
প্রার্থনা করি ছড়িয়ে পড়ুক এক মুঠো রোদ্দুর,
বাউল আর আজানের মিলে যাক সুর।
মানবতা মুক্তি পাক ভেঙে অপশাসন,
আত্মমর্যাদা শিখরে থাক করি জীবনের পণ।।