প্রভু দু চোখ মেলে চাও
দয়া করে বিশ্ব জনে সুধা ভরে দাও।
ক্লেদাক্ত রীপুতে ভরা মানব হৃদয়
শুদ্ধ করো চিত্ত সব হোক পূর্ণোদয় ।
বিষাক্ত নিঃশ্বাসে ভরা মানব জনম
অঞ্জলি ভরে লও অশ্রু জল মম।
পুনর্জন্মে পাই যেন আনন্দালয়
পদে তব কোটি প্রণাম-দিও আশ্রয় ।
প্রভু দু চোখ মেলে চাও
দয়া করে বিশ্ব জনে সুধা ভরে দাও।
ক্লেদাক্ত রীপুতে ভরা মানব হৃদয়
শুদ্ধ করো চিত্ত সব হোক পূর্ণোদয় ।
বিষাক্ত নিঃশ্বাসে ভরা মানব জনম
অঞ্জলি ভরে লও অশ্রু জল মম।
পুনর্জন্মে পাই যেন আনন্দালয়
পদে তব কোটি প্রণাম-দিও আশ্রয় ।