এক আকাশ জোছনার রাত নিয়ে সূর্যের ভালোবাসা করেছি গ্রহণ,
পাহাড়সম কষ্টের বলয়ে চাঁদের বুকে আগাছার আবরণ l
সূর্যের আবেশে তাল মিলিয়ে ব্যথাতুর চাঁদের হৃদয়,
খুঁজে ফিরি সারা রাতি সহসা সূর্য নিলো বিদায়.. l
হৃদয়ে প্রোথিত প্রাপ্তির আবেগ যতনে রাখা সাজিয়ে,
সূর্যের তেজের কাছে হয়েছি নত নিজের প্রাপ্তিটুকু হারিয়ে l
সহস্র তেজের রশ্মি পাড় করে..স্থান মোর গগনের বাহুডোরে,
আজও আকাশ আগলে রাখে আমায় গহীন রাতের চাদরে l
চন্দ্রগ্রহণের নামে বার বার দুয়ারে সূর্য দেয় উঁকি,
ভালোবাসার তাপে সমাপ্তি পাওয়ার আকাঙ্খায় নিলাম জীবনের ঝুঁকি l
সমান্তরাল রেখার পরিবর্তে আমার ভালোবাসা যেন বক্ররেখা,
তাইতো গ্রহণের নামে নিজেকে আড়াল করে পেলাম সূর্যের দেখা l
কালের সীমা অতিক্রম করে কোনো এক অমাবস্যা বা পূর্ণিমার রাতে,
ভালোবাসার পরম প্রাপ্তির ছোঁয়া পেয়েছি তোমার হাতে l
যাযাবর মন, অন্তরঙ্গের মাঝে খোঁজে প্রাপ্তির সুখ,
তীব্র উষ্ণতার মাঝে উজ্জ্বল দীপ্তমান সহনশীল চাঁদের মুখ l
বিশ্বাস, ভালোবাসা,অটুট বন্ধন জাগায় জীবনে প্রাপ্তির অনুভূতি,
অন্তরঙ্গের অঙ্গ ন্যায় করে অবস্থান চাঁদ ও সূর্যের জ্যোতি l
সূর্য ও চাঁদের অগোচরে অসম্পূর্ণ ভালোবাসা প্রাপ্তির যন্ত্রণা,
চুপিসারে আকাশে আঁকে রামধনুর রঙিন বাহারি আলপনা ll