দেখেছ কি জীবন্ত গলিত শব,যেথা শুধু কলেবর
চরম যন্ত্রণা নিদারুণ টেনে টেনে বইতে হয় তবুও ।
ঘড়ি বন্ধ হয় যদি বা হৃদয় বন্ধ হয় না কভু ও।।
বিকল স্প্রিং লাগানো পুতুলের মতো চলে ,
দেহ অসীম ঘেন্নায়।কারণ জন্মের অধিকার ছিল,
ছিল না মরণের ।কোন অধিকার দেয়নি কেউ।
পচা গলা দেহ হবে কঙ্কাল সার।থাকবে্ না প্রাণ ,
নেই ভালোবাসা,বোঝাবুঝি,তায় খেয়োখেয়ি ।
ভালোবাসার খাঁচাটা শূন্য এক লৌহ পিঞ্জর।
খাঁচা টা জং ধরা,ঝিরঝিরে।তবু ও ঝুলে থাকে ।
নেই কোন পাখি, তবু শেষ দেখার অপেক্ষা ।
যবে কালের পরতে চিনবে না কেউ ।