তুমি দূরত্ব চাইলে এক আকাশ শূণ্যতা আমি দিতেই পারি।
আমার সবটুকু না থাকা জুড়ে তুমি থেকো পশমিনা শালের উষ্ণতার ওম মাখিয়ে!
স্মৃতির আকাশে রামধনু রঙে মেঘ দেবো ভাসিয়ে।
যদি সত্যিই দূরত্ব চাও, তবে নীরবতার বাঁধনে বাঁধবো তোমায় এমন কঠিন করে,
একটুকু খুনসুটি, হাসি,কথা বলার জন্য তীব্র হাহাকারের ঝড় উঠবে তোমার বুকে।
ফুলের রেণুর মতো নীরবতা ছড়িয়ে থাকবো তোমার বুকের ঠিক বাম- পাশে!
প্রেম তো চাই নি আমি, গভীর প্রেমে বিচ্ছেদ আসে।
একটু প্রাণের পরশ দিও বন্ধু ভালোবেসে।
দূরত্ব এলেও ভালোবাসা হারায় না কখনও,
ভালোবাসা দ্রবীভূত থাকে অন্তরের গভীরের গোপন ঘরটিতে!