উচাটন প্রাণে পিরিতির টানে
এসেছি নদীর তীরে,
পদ্মার সেতু দেখিবার হেতু
ইচ্ছে পানসি ঘিরে।
অতি মনোহরা সেরা মানে ধরা
নয়তো কিছুই মিছে,
আসেন সকলে হেথা দলে দলে
আমি চলি তার পিছে।
ওগো ভাই মাঝি থাকো যদি রাজি
পদ্মার বুকে ঘুরি,
ঢেউ উঠে দুলি চল্ বোন ফুলি
পরাণ যাবে রে জুড়ি।
মাছরাঙা দলে ঝুপ ঝাপ জলে
দ্যাখ নারে বোন চেয়ে,
লোকে শয়ে শয়ে মনে খুশি লয়ে
যাচ্ছে নৌকো বেয়ে।
মাছ ধরে জেলে বড়ো জাল ফেলে
কাতলা ইলিশ মেলা,
নদী তীরে কাশে ছেয়ে আছে রাশে
ছেলেমেয়ে করে খেলা।