১
মিউ মিউ শিখিয়ে
এখান যদি আশা করো
বনের রাজা হবে
তবে
দারুণ নাটক দেখতে এসেছি
শেষ বেলায়
২
প্রতিটি মুখে মুখোশ
কি লজ্জার সংসার
সব জেনেও
আমরা রোজকার
সফল অভিনেতা
৩
অসুখে পড়লে
এ মঞ্চ ভুলে যায়
সুখের উৎস
নিষ্ঠুর নির্দয়
৪
আজ অনেক গুলো
ঘুমের ওষুধ
সব আনন্দ দের
ঘুম পাড়াব
বাকি দের উৎসব হোক
৫
অত্যাচার দেখতে দেখতে
পাথর হব
না আগুন হব
হাতড়ে বেড়াই
তবে এ সমাজ
বোব অন্ধ বধির দের
বেশি ভালোবাসে
আগুনের মৃত্যু তে
বংশ বিস্তার করে
জঞ্জাল স্তূপ