ব্যস্ততার সমান্তরাল রেখা বরাবর দীর্ঘ ছায়া,
মনবীথির পাতাঝরার অন্তরালে মুক্তির ভাঁজ খোলে,
শব্দের শ্রুতিমধুর জল্পনায় শুধুই প্রাপ্তির পূর্ণতা,
এখন বাতাস বড়ই সংবেদনশীল,
প্রকৃতির ধ্যানমৌনী নীরবতায় উজ্জীবিত অনুভূতির বর্ণমালা।
গতানুগতিক ধারার সীমারেখার বৃত্তে বন্দী মন,
হাঁসফাঁসে দিগন্ত ছোঁয়ার প্রত্যয়ী অভিলাষ,
স্বার্থের বন্ধনের পিছুটান মিথ্যে বয়ে চলা,
জাগতিক আড়ম্বরে উচ্ছ্বল প্রাণের অযুত কথা,
ঝর্ণার চঞ্চলতায় জটিলতাহীন মুক্ত জলধারা,
ফেলে আসেনা অপ্রাপ্তির দীঘল ইতিহাস।
হাতে থাক ফুরসতের কিছুটা সময়,
অন্তরের সখ্যতার হোক দীর্ঘায়িত সংক্রমণ,
প্রশান্তির ছায়াঘন নীড় খোঁজে মন এই সন্ধিক্ষণে……….