প্রহ্লাদ ভৌমিক
লেখক পরিচিতি
—————————
নাম : প্রহ্লাদ ভৌমিক
পিতাঃ স্বর্গীয় হরেন্দ্র চন্দ্র ভৌমিক। মাতাঃ স্বর্গীয় মানদা সুন্দরী ভৌমিক ।
জন্মঃ ৭ই মার্চ, ১৯৪৮সন। জন্মস্থানঃ পূর্ব পাকিস্তান(অধুনা বাংলাদেশ)। বর্তমান বাসস্থানঃ গ্ৰাম +পোষ্টঃ ঘুঘুমারী, জেলাঃ কোচবিহার, পশ্চিমবঙ্গ,ভারত। শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক(বাংলা সাম্মানিক) । কর্ম জীবনঃ ১৯৭৩ — ২০০৮(উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ কর্পোরেশন, কোচবিহার) লেখালেখির সূচনা স্কুল জীবন থেকে । প্রথম কবিতা প্রকাশ স্কুল ম্যাগাজিনে ৬০ দশকে। সাময়িক পত্র পত্রিকায় লেখা প্রকাশ ৭০ দশকে। প্রকাশিত কাব্যগ্ৰন্থঃ (১) ধুলো মাটির অক্ষর-২০০২ (২) জীবনের বর্ণমালা-২০০৪ পত্র পত্রিকা সম্পাদনাঃ বৈতালিক ও কংকাল(হাতে লেখা পত্রিকা)। যুগ্ম সম্পাদনাঃ লুব্ধক । নিজের একক সম্পাদনাঃ সরীসৃপ ।
পুরস্কার ও সম্মাননাঃ (১) কোচবিহার ১নং পঞ্চায়েত সমিতির “কবি সম্মাননা”ও সংবর্ধনা ।(২) ত্রিবৃত্ত অ্যাওয়ার্ড একাদেমি কোচবিহার কর্তৃক”আধুনিক সাহিত্য পুরস্কার-২০১৭ (৩) কোচবিহার টাইমস পত্রিকা সম্মাননা-২০১৮ (৪) তোর্ষা তরঙ্গ পত্রিকা সম্মাননা-২০২৯
জীবন ও সাহিত্য সম্পর্কে ব্যক্তিগত দর্শনঃ জীবন শব্দটা এই পৃথিবীর প্রতিনিধিত্বকারী একটি শব্দ । এই পৃথিবী ও প্রকৃতির সব কিছুকেই যাপন করে জীবন । সাহিত্য যেখানে সৃষ্টি ও নির্মাণ কর্মের বিষয় ও চিন্তা-চেতনা-ভাবের ফসল,সাহিত্যের সমস্ত উপাদানেরই অবস্থান জীবনের কেন্দ্রবিন্দুতে,এই কেন্দ্র বিন্দু থেকে সৃষ্ট ও নির্মিত সত্য ও সুন্দরই প্রকৃত সাহিত্য । সাহিত্যের জন্য সাহিত্য নয়,সাহিত্য জীবনের জন্য । এক কথায় সাহিত্য জীবন দর্পন ।
প্রহ্লাদ ভৌমিকের কবিতা || প্রহ্লাদ ভৌমিকের গল্প
লেখকের সৃষ্টি
পথের পথিক || Prahlad Bhaumik
পথের বাঁকে দেখি পথপথিককে আড়াল করে ঘুরে গেছেঅনেকটাই দূর দিয়েপথেই
বিবর্ণ অক্ষর || Prahlad Bhaumik
ক্রমাগত দ্বন্দ্ব,সময়ের কবিতায়যাপনের বিবর্ণ অক্ষরমনের নিভৃত থেকেই মনের কথারা ওঠে
দৃশ্যকাব্য || Prahlad Bhaumik
পথেরও পথ বদলায়গাছেরা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ ছায়া দিতেসাধ্যমতো,জীবনদর্শন হৃদয়ের গভীর
সম্মোহন || Prahlad Bhaumik
(এক)এই লেখা লিখে যাওয়াশুধু তোর জন্যই,তোরআমার নিশীথ রাত্রিরশুধু তোর জন্যই
দেখে নাও || Prahlad Bhaumik
শুধুই রাজনগর নয়মহানগরের কংক্রিটের ভেতরওগোলা-বারুদের আধিপত্য ছড়িয়ে পড়ছেসীমান্ত পেরিয়ে উজানের
স্বপ্নগাথা || Prahlad Bhaumik
দেখতে দেখতে সকাল হলো,বিকেল হলোদিন দুপুরেই হারিয়ে গেলোঝাঁ ঝাঁ রোদের
বিস্ময় ও ভ্রুকুটি || Prahlad Bhaumik
শেষ মুহূর্তে জ্বলে ওঠেনিষ্পলক চেয়ে থাকা দু’চোখের আগুনএই আগুনেই দগ্ধ
দখল || Prahlad Bhaumik
সব ভালোভাবা আর ভালোলাগাগুলো ক্রমশঃহারিয়ে যাচ্ছে প্রায়ভালোবাসার না বলা কথাগুলো
রহস্য || Prahlad Bhaumik
দুঃসহ নাকি দুর্বিষহ এই নশ্বর জীবননাকি প্রকৃতই দুর্বহএই নিয়ে ক্রমাগত
সেই সন্ধিক্ষণে || Prahlad Bhaumik
‘দরজা খোলা নদী’র দিকে তাকালেইবসন্তের বাতাস গান গেয়ে ওঠেদু’চোখে ভেসে
যাপন লিপি || Prahlad Bhaumik
অতঃপর বাস্তববাদী হইপাহাড়ী ঝর্ণায় স্নান সেরে আসি একাইতবুও বাতাসে ঘুরপাক
সংসার || Prahlad Bhaumik
একদিন যে অঙ্কুর ছিল বীজের ভেতরসেও বৃক্ষ হয়েছে বারবারআমাদের মধ্যবিত্তদের
গভীর গহন || Prahlad Bhaumik
মাথার ভেতর পাথর চাপা সংঘাতদু’চোখে বিষাদ-জলছবিআর তার নিপুণ ছায়া চারপাশেফলিত
ছায়া || Prahlad Bhaumik
নিরীহ নিঃসঙ্গ গাছের মতো সকাতরেযতবার আশ্রয় চেয়েছি আমার ছায়ার কাছেঅন্ধের
এক ও অভিন্ন || Prahlad Bhaumik
আমি আর আমার ভেতরের আমি দেখতেএকই রকম প্রায়…এই ধারণার প্রত্ন
ট্রাপিজ || Prahlad Bhaumik
স্বপ্ন ভেঙে যেতে যেতেনিজেই নিজেকে মানিয়ে নিতে পারিনি এখনওআমি যে
খোঁজ || Prahlad Bhaumik
তোমাকেই খুঁজছি ,হ্যা, হ্যা ,তোমাকেইতোমাকেই খুঁজে চলেছি আমার দুই চোখেদুই
জল || Prahlad Bhaumik
অপার আকুলতায় একটা নিঃসঙ্গ নদীবানভাসি হলেঢেউ স্রোতে গড়িয়ে যায় তারগহীনে
আনিঃস্ব বাঁচা || Prahlad Bhaumik
যাদের পায়ের নীচে মাটি থাকেমাটিতে প্রোথিত থাকে শেকড়ের মতোশক্তপোক্ত তাদের
ওষধি || Prahlad Bhaumik
যে প্রকৃতির অনন্ত অতীত জেনেছিযে প্রকৃতির অনন্ত অতীত পড়েছিসেই প্রকৃতির
জল কলস || Prahlad Bhaumik
অপেক্ষা ধৈর্য্য হারা হয়ে গেলেদু’চোখে ঝিরঝির বৃষ্টি নামেঅনন্ত স্মৃতির সরণীতেগড়িয়ে
শব্দের উৎসমুখ || Prahlad Bhaumik
প্রতিমুহূর্তে জ্বলে ওঠেপরিত্যক্ত কবিতার পোড়োবাড়িযেখানে নিরন্তর বিকীর্ণ হই আমিআমাকে ঘিরে
অবস্থান || Prahlad Bhaumik
আর্তনাদ করতে করতে ভবিষ্যতের দিকে দ্রুত পায়েএগিয়ে যাচ্ছে বর্তমান, যেন
না বলা কথা || Prahlad Bhaumik
অপেক্ষায় রয়েছ তুমি আজও মগ্ন মুহূর্ত ঘিরেঅপার শূন্যতায় ভরে গেছে
মননশীল || Prahlad Bhaumik
পাথরের চোখের চেয়েও চৌকস দূরদৃষ্টি নিয়েঅন্ধকার ঘেঁটে ঘেঁটে হেঁটে গেছি
শব্দ বিভ্রম || Prahlad Bhaumik
অবশেষে গুম হয়ে ওঠেঝাউবনের পরিত্যক্ত ছায়া ঘিরে নিষিদ্ধ বাতাসবাতাসেই তো
স্মৃতিগাথা || Prahlad Bhaumik
তুমি আমায় স্বপ্ন দেখাবে বলে কথা দিয়েছিলেসেই বিশ্বাসে আমার এ’জীবন