অবিশ্বাস আর বিশ্বাসে তফাৎ যেখানে
পৃথিবী জানে আজ আমি
লাটাই হাতে নীলের গানে,
আঁধার ছিঁড়ে একা চাঁদের মুখ ছুঁয়ে
নিরানব্বই ভাগ সজাগ আমি
অঙ্গীকারময় খেলাটি খেলছি বুকচিতিয়ে,
ভ্রাম্যমান ওই বুদবুদগুলো শুধুই আমার
বলতে পারো উত্তরাধিকার সূত্রেই
একপ্রকার অভ্যর্থনার আয়োজনে ব্যতিব্যস্ত,
মৃত্যুর শৈশবের দিকে যবনিকাহীন যাতায়াত
গোপন পাঞ্জার লড়াই হলেও
যুদ্ধকালীন পরিস্থিতিতে সদাই বিশ্বাসঘাতক সাব্যস্ত,
নষ্ট সময় এলে উঠোনে দাঁড়িয়ে বলে
যবনিকাপতন শুধুই নির্নিমেষ উপেক্ষা
অতর্কিতে হানা দিয়ে করছে দ্বিচারিতা,
জরা-বার্ধক্যে জর্জরিত যে জীবন প্রদীপ
নেভার অপেক্ষায় ছড়িয়েছে উন্মাদনা
যেন শ্বেত-শ্মশ্রু সৌমকান্তি ফেরেস্তা,
জীবন দিয়ে লব্ধ জীবনের অভিজ্ঞতায়
হয়েছে ঋদ্ধ চিন্তা-চেতনার কোঠা
চরিত্রহীন মৃত্যুকে দেখি আড়চোখে স্তব্ধ,
ঘরের চৌকাঠ পেরিয়ে আলগোছে অন্তরীক্ষে
শূন্যতারা থাকুক বিবর্তনের মেঘে
অস্পষ্ট কুয়াশাভরা দুর্বোধ্য প্রতিজ্ঞায় লব্ধ।