অনেক হয়েছে আর কেন?
মানব,নাকি পশু?
এই কি মানব সভ্যতার নমুনা?
নাকি মানুষ প্রস্তর যুগে ফিরে যাবে।
ছোট্ট আমিনুর, মায়ের ওম্ নিচ্ছিল।
মায়ের ওম্ এ ভরপুর ছিল সে।
স্বপ্ন ছিল, আকাশ সমান মায়ের
উচ্চাদর্শে বেড়ে ওঠা আমিনুর ।
অসহ্য যন্ত্রণায় ছিটকে পড়লো সে
পাথরের খাঁজে, একা ,পাথরের খাঁজে ।
ধংস হয়ে গেল কি পৃথিবী?
ভয়ে চিৎকার করে উঠলো-আম্মি-।
মানব কি প্রস্তর যুগে ফিরে যাবে?
নাকি বর্বর হবে সভ্যতার মুখোশে?
তুমি না বিশ্বের পুরোধা?সভ্য?
ঈশ্বর, আল্লাহ্, যুদ্ধ নয়,শান্তি দাও।