প্রশ্ন মনে কত শত
সৃষ্টিতত্বের রীতি জুড়ে,
দেখতে মনে ইচ্ছে জাগে
জানবো সে সব জগৎ ঘুরে।
মেরু প্রদেশ ঘুরতে যাবো
অজানা দেশ দেবো পাড়ি,
সৃষ্টি সত্ত্বার জানবো তথ্য
বিশ্ব ভ্রমে যত পারি।
দেখতে যাবো সৌরজগত
সৃষ্টি হলো কেমন করে,
আকাশ মাঝে কেমন করে
রামধনু রঙ আলোয় ভরে।
সাগর তলে রত্ন সম্ভার
আছে যত দেখবো গিয়ে,
ডুব সাঁতারে পৌঁছে যাবো
আসবো ফিরে রত্ন নিয়ে।
ভাবলে পরে সৃষ্টিতত্ত্ব
বিস্ময়ে হই আত্মহারা,
দুর্বার মন যে হয়না শান্ত
সৃষ্টিতত্ত্বের তথ্য ছাড়া।