চুপ ।
একদম চুপ।
চুপ করে থাকো বেয়াদব ।
এতো প্রশ্ন কীসের?
কীসের এতো সমালোচনা?
এসব রাজামশাই-এর বিলকুল না-পসন্দ!
রাজা কোনও ভুল করতেই পারেন না!
নিজের বিপদ সম্পর্কে সচেতন হও।
পাগলও নাকি নিজেরটা ভালো বোঝে!
মন দিয়ে রাজাবাবুর মনের কথা শোনো শুধু।
কল্পলোকে বিচরণ করতে থাকো অতঃপর,
আহ্লাদে আটখানা নয়, ষোলোখানা হও,
খালি পেটের কথা ভুলে যাও,
চাকরি-বাকরি, দ্রব্যমূল্য বৃদ্ধি,
এসব খায় না মাথায় দেয়!
প্রাকৃতিক দুর্যোগ – অতিমারী ছাড়ো এসব!
এগুলো তুকতাকেই সারবে!
রাজাবাবুর জয় জয়কার করতে থাকো!
তুমি না দেশপ্রেমিক?
এটুকু করতে পারবে না?
শুধু মনে রেখো একটি কথা,
প্রশ্ন বা সমালোচনা করা যাবে না!
অন্যথায় নিশ্চিত কারাবাস কেউ ঠেকাতে পারবে না।
গণতন্ত্র চলছে…..
আদালত চলছে…
চলছে তো সবকিছুই,
বোধগম্য হোক বা না হোক,
ধর্মের আফিম সেবন করো,
বলো জয় রাজাবাবুর জয় ।